অটিস্টিক অটোবায়োগ্রাফি - এম এ ওয়াজেদ
নৈরাজ্যের নৈঃশব্দ্যিক নির্জনতায় হারিয়ে গেছে-
প্রিয়তম প্রেমের কবিতার অশ্রুনগর শোভাময় নীলাকাশ
অন্ধকারের বিষণ্ণ প্রহর কানে কানে বলে গেলো
বিপদের অগ্নিবৃষ্টি পুড়িয়ে দিবে ভৌগোলিক গোলচত্বর
বিশ্বাসের রশি হাতে তবুও আমি দাঁড়িয়ে থাকি
সত্তার আজাদী বাক্যালাপের আমি অভিভূত শ্রোতা
যন্ত্রণার ঘুমহীন রাতগুলো কেড়ে নিয়েছে
নীতিশাস্ত্রের অলঙ্কৃত সুবচন মিষ্টতার শৈলিক কাঠামো
জন্মপাপের খেয়ালি আর্কিমেডিস ভুলে যায়
কর্তৃত্ববাদী শাসনের অটিস্টিক অটোবায়োগ্রাফি
সামুদ্রিক ঘূর্ণিচাপের ভয়ংকর বিভীষিকার তর্জন-গর্জন
ভেঙে ফেলেছে সম্ভাবনার ঐতিহ্যিক মুগ্ধবতী দুয়ার
সৌন্দর্যবিকাশের রূপবতী পার্ল হারবারে জড়ো হয়
মূর্খতার দাসত্ববাদী সামন্তবাদিস্ট বেদুইন রণতরি
বেদনার বিধবা বালুচরে ভেসে ওঠে
নিরস্ত্র শিশু আয়লানের রক্ত-ভেজা মুখ শরীর
সাগরের মাছগুলো অভিমানী কোরাসে কান্নারত
হে সভ্যতা! ধ্বংসের অশ্রুকণায় তোমার যাত্রা শুভ হোক
এম এ ওয়াজেদ
আমানা গ্ৰীন সিটি,
নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
02-07-2025
-
-