অটোয়া, শনিবার ১২ অক্টোবর, ২০২৪
মন ছুটে যায় - খোরশেদ আলম

ন ছুটে যায়
পাখির কাছে
ফুলের গাছে।

মন ছুটে যায়
সবুজ মাঠে
নামতা পাঠে।

মন ছুটে যায়
মায়ের কোলে
জোছনা দোলে।

মন ছুটে যায়
শাপলা ফুলে
ঘোমটা তুলে।

মন ছুটে যায়
মেঘের দেশে
রাখাল বেশে।

মন ছুটে যায়
আপন গাঁয়ে
সামনে-বাঁয়ে।

মন ছুটে যায়
মনের খোঁজে
কেউ কি বোঝে?

মন ছুটে যায়
দু’চোখ মেলে
সোনার ছেলে।

খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ