রক্তাক্ত জনপদ - মুতাকাব্বির মাসুদ
আমরা কিসের জন্য কী করলাম?
কার বিরুদ্ধে কার যুদ্ধ?
কে কাকে হারালো?
এখানে বিজয়ী কে?
যে জাতি তিরিশ লক্ষ শহিদকে ভুলতে
সময় নিয়েছে মাত্র গুনেগুনে তেপ্পান্ন বছর!
সে জাতি নিরন্ন নিষ্পাপ সহস্র ভুলতে
কতদিন নেবে?
কে জানে?
ইতিহাস লিখে গেছে এ জনপদ 'রক্তাক্ত জনপদ'!
সতেরশো সাতান্ন পেরিয়ে বায়ান্ন হয়ে একাত্তর
অতঃপর বিশচব্বিশে আবারো পুনরাবৃত্তি
আরেক বৈষম্যবিরোধী রক্তাক্ত দলিল
বোধের গভীরে অনুভবের রক্তাশ্রু-নিষ্পাপ লাশের স্তূপ! বদলে দিলো সময়- বদলে গেলো রক্তাবৃত্ত সবুজ জমিন! বদলে গেলো রক্তার্জিত- আমাদের স্বোপার্জিত সেই 'স্বাধীনতা'!
রয়ে গেলো আমার সাতপুরুষের
রক্তাক্ত ইতিহাস!
একদিন তাও ভুলে যাবো - ভুলে যাবো রক্তপিপাসু
এই মৃত্তিকার হাজারো নিঃস্ব-বেদনাকাতর মায়ের
করুণ রোনাজারি অনায়াস অবলীলায়!
হয়তো আবারো যুদ্ধ যুদ্ধ খেলা -
এক নতুন ইতিহাস - রক্তাক্ত ইতিহাস!
এতো এতো উচ্ছ্বাস আর উল্লাসের ভেতর
বিজিত কারা?
অগুনিত মৃত্যু, নাকি আমরা?
অদ্ভুত এই এই জনপদ
রক্ত নেশায় ছুটছে তো ছুটছে
থামবে না মনে হয় !!
আর কি কখনো লাখো কণ্ঠে উচ্চারিত হবে না
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি..."!!
মুতাকাব্বির মাসুদ
০৬-০৯-২০২৪
শ্রীমঙ্গল, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
06-09-2024
-
-