অটোয়া, শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪
অটোয়ায় আনুশকা শংকরের সেতারের মূর্ছণা - সুলতানা শিরীন সাজি

১১ অক্টোবর সন্ধ্যায়, আনুশকা শংকর(Anoushka Shankar) সেতার বাজালেন, অটোয়ার National Arts Centre এর Southam Hall এ। আনুশকার সাথে বাজালেন, Clarinetist  Arun Ghosh, Drummer-Composer Sarathy Korwar, Carnatic percussionist Pirashanna Thevarajah  এবং Bassist  Tom Farmer।  এই Fall  এ আনুশকা এদের সাথে প্রথম উত্তর আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করতে বেড়িয়েছেন।  Secret heart, Lullaby, Stolen moments এবং রিফিউজি ক্রাইসিস নিয়ে তৈরী এলবাম Land od Gold  থেকে Boat to Nowhere এর পরিবেশনা মনে দাগ কেটে গেলো। সাথের শিল্পীদের সাথে  অসাধারণ যুগলবন্দীও করলেন। এর মধ্যে অরুণ বোসের ক্লারিওনেট অসাধারণ। আনুশকা বাজানোর ফাঁকে কথা বলছিলেন। মনে হচ্ছিল কথাগুলো যেনো সূরের মত ঝরে ঝরে পড়ছে। কিছু মানুষ বুঝি এমনি হয়। প্রকৃতির মত। বৃষ্টির মত। পাতার সবুজের মত। ফুলের মত। প্রজাপতির মত! 

আনুশকার বাজনা শোনার সময় মনে হচ্ছিল ঝমঝম বৃষ্টিতে ভিজে হেঁটে যাচ্ছি। চুলে বেয়ে পানি পড়ছে। চোখের পানি,বৃষ্টির পানি মিশে একাকার। এই আনন্দ আমার প্রিয়  সব মানুষকে ছড়িয়ে দিতে ইচ্ছে করলো খুব। মনে হলো সবাইকে ডেকে বলি, "এসো ভিজি বৃষ্টিতে"।

সুলতানা শিরীন সাজি
অটোয়া, কানাডা